- বিনোদন
- বলিউডের কোন তারকা মাসে কত ইলেকট্রিসিটি বিল দেন
বলিউডের কোন তারকা মাসে কত ইলেকট্রিসিটি বিল দেন

বলিউডের তারকারা বিলাসবহুল জীবন যাপন করতে ভালোবাসেন এটা সবারই জানা। বিলাসিতায় ভরপুর বাড়ি থেকে শুরু করে দামি গাড়ি, পোশাক, সাজসজ্জা। লাখ লাখ রুপি খরচ করে তারা বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যান। তবে বিলাসিতায় ভরা জীবন কাটানোর জন্য তাদের কঠোর পরিশ্রমও করতে হয়। বলিউড তারকাদের বাড়ির সাজসজ্জা ও সেন্ট্রাল এসিসহ দামি আলোক সজ্জার জন্য তাদের প্রতিমাসে মোটা টাকা ইলেকট্রিসিটি বিল গুণতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু তা কত- সেটি শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে!
শাহরুখ খান: বলিউড সুপারস্টার শাহরুখ খান থাকেন মুম্বাইয়ের মান্নাতে নিজের বাড়িতে। এই তারকাকে প্রতিমাসে ইলেকট্রিসিটি বিল দিতে হয় ৪৩-৪৫ লাখ রুপি।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল: বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল থাকেন মুম্বাইয়ের ফোর বিএইচকে অ্যাপার্টমেন্টে। মাসে তাদের ইলেকট্রিসিটি বিল দিতে হয় ৮-১০ লাখ রুপি।
সালমান খান: বলিউডের আরেক সুপারস্টার সালমান খান থাকেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। ইলেকট্রিসিটি বিলের জন্য প্রতি মাসে তিনি দেন ২৩-২৫ লাখ রুপি।
দীপিকা পাডুকোন ও রণবীর সিং: বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও তার স্বামী রণবীর সিং থাকেন মুম্বাইয়ের প্রভাদেবীর ফোর বিএইচকে অ্যাপার্টমেন্টে। এই দম্পতিকে বিদ্যুৎ বিলের জন্য মাসে ১৩-১৫ লাখ রুপি গুণতে হয়।
অমিতাভ বচ্চন: জুহুর বিলাসবহুল বাংলোতে বাস থাকেন অমিতাভ বচ্চন। তিনি মাসে ২২-২৫ লাখ রুপি দেন ইলেকট্রিসিটি বিল।
সাইফ আলি খান ও কারিনা কাপুর: তারকা দম্পতি সাইফ-কারিনা বসবাস করেন মুম্বাইয়ে এক বিলাসবহুল বাংলোতে। প্রতি মাসে তারা ইলেকট্রিসিটির জন্য খরচ করেন ৩০-৩২ লাখ রুপি।
আমির খান: বলিউড সুপারস্টার আমির খান মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তাকে ইলেকট্রিক বিলের জন্য দিতে হয় মাসে ৯-১১ লাখ রুপি। সূত্র: জি-নিউজ
মন্তব্য করুন