স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই সকাল ১০টার শোতে সাধারণত খুব একটা দর্শক থাকে না। অর্ধেক হলেই হাউজফুলের আনন্দ পান কর্তৃপক্ষ। তবে 'পরাণ' ও 'হাওয়া' এ ধারণা পাল্টে দিয়েছে। ছবি দুটির বেলায় সকালের শোগুলোও ক্রমাগত হাউজফুল হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্সেরমিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ ।

শুক্রবার নতুন দুটি বাংলা ছবি মুক্তি পেয়েছে দেশের প্রায় অর্ধশত হলে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও চলছে ছবি দুটি। এর মধ্যে দীপংকর দীপনের 'অপারেশন সুন্দরবন' ও মাহমুদ দিদারের 'বিউটি সার্কাস'। শুরু থেকেই দুই ছবির তারকারা দুটি ছবিই দেখার আহ্বান জানিয়ে আসছেন। প্রচার-প্রচারণার কমতিও রাখেনি। হলে দর্শক আনার আপ্রাণ দেষ্টা চালিয়ে গেছেন দুই ছবির টিম।

শুক্রবার ছবি মুক্তি পাওয়ার পর তার কিছুটা সুফল দেখা গেলো। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাতে সরেজমিনে সকাল ১০টার  'অপারেশন সুন্দরবন'  ছবির শোতে প্রায় ৮০ থেকে ৯০ ভাগ দর্শক দেখা গেল। দুপুর ১টার শোতেও অলমোস্ট হাউজফুল দেখা গেল। সকালের এমন সূচনা দেখে কর্তৃপক্ষ জানালেন, বিকেল ও সন্ধ্যার দুই শো'ই হাউজফুল যাবে বলে ধরে নেওয়া যায়। 

'অপারেশন সুন্দরবন' ছবির দুপুর ১টার শোতে দর্শকদের উপস্থিতি

সিনেপ্লেক্সের এই শাখাতে  সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের শোতে  ছবিটির তারকা সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান ও পরিচালক দীপংকর দীপনসহ অনেকের আসার কথা রয়েছে। 

এদিকে বিউটি সার্কাসও কম নয়। সিনেপ্লেক্সের এই শাখাতে সকাল ১০টার শোতে ছবি দেখতে হাজির হয়েছেন জয়া আহসান। তার সঙ্গে হাজির হয়েছেনছবির টিম। জয়া আহসানের উপস্থিতিতে দর্শকও বেড়েছে হলে। জয়া আহসান যে হলে বসে ছবি দেখলেন সরেজমিনে সেই হলে দর্শক উপস্থিতি ৭০ শতাংসের মতো দেখা গেছে। এটাকেও বিউটি সার্কাস টিম দারুণ সূচনা বলেই মন্তব্য করলেন। 

সিনেমা হলে বসে  'বিউটি সার্কাস' দেখছিলেন জয়া আহসান

এ সময় জয়া বললেন, 'ছবির মেরিট ভালো হলে দর্শক আসবেই। তবে আশা করবো ছবিট দর্শক দেখবে।' এ সময় মাহমুদ দিদারও মাথা নীচু করে উপস্থিত দর্শখদের কুর্নিশ করলেন। বললেন, ছবিটি অনেক কষ্ট করে বানিয়েছি। আপনারা দেখে আপনাদের মন্তব্য জানাবেন। '