'তাসনুভা তিশা। অভিনেত্রী ও মডেল। এনটিভিতে প্রচার হচ্ছে তাঁর অভিনীত নাটক 'মা বাবা ভাই বোন'। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এ নাটকে অভিনয় ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের চরিত্র পর্দায় তুলে ধরার অভিজ্ঞতা কেমন ছিল?
সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো যে কোনো বড় মাপের কথাসাহিত্যিকের গল্প-উপন্যাসের চরিত্রে অভিনয় অন্যরকম আনন্দের। 'মা বাবা ভাই বোন' নাটকে অভিনয়ে রাজি হয়েছি শুধু এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে নির্মাণ করা বলে।

শুধু ঔপন্যাসিকের নাম শুনেই অভিনয়ে রাজি হয়ে গেছেন, পর্দায় চরিত্র কতটা গুরুত্ব পাবে- তা নিয়ে ভাবেননি?

'মা বাবা ভাই বোন' পারিবারিক গল্পের নাটক। শুরু থেকেই দেখে আসছি, পরিবারকেন্দ্রিক গল্পে প্রায় সব চরিত্রই গুরুত্ব পায়। সুনীল গঙ্গোপাধ্যায় সেই ঔপন্যাসিকদের একজন, যিনি মানুষের ভেতর-বাইরের চেহারাকে স্পষ্ট করে তুলে ধরতে পারেন। তাই এ নাটকে অভিনয় নিয়ে দ্বিতীয়বার ভাবিনি।

'মা বাবা ভাই বোন' নাটকে আপনার চরিত্রের নাম জাপানি, নামটা অদ্ভুত মনে হয়নি?

শুরুতে একটু অদ্ভুত লেগেছে। কারণ, অভিনয়ের আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসটা পড়া হয়নি। পরে যখন কাহিনি পড়েছি, তখন বিষয়টা স্বাভাবিক মনে হয়েছে। কাহিনিতে দেখানো হয়েছে- আমাকে সবাই বোঁচা নাকের জন্য জাপানি বলে ডাকে। এই নাম এসেছে স্কুলের বন্ধুদের কাছ থেকে। তারা সব সময় আমাকে জাপানি বলে খ্যাপাতো। সেই থেকে এ নামেই অন্যরা ডাকা শুরু করে দিয়েছে। বাস্তবেও কিন্তু আমরা এমন ঘটনা দেখতে পাই। তাই দর্শকের কাছে এ নাটকের চরিত্র ও অদ্ভুত নামের বিষয়টি অবাস্তব মনে হয়নি।

অনেক দিন ধরে একক নাটক, টেলিছবি, ওয়েব সিরিজকে প্রাধান্য দিচ্ছেন; ধারাবাহিক নাটকে কাজের ইচ্ছা নেই?

ইচ্ছা যদি একেবারেই না থাকত, তাহলে তো ধারাবাহিক নাটকে দেখতে পেতেন না। একক নাটক, ওয়েব সিরিজ আর ধারাবাহিকে একসঙ্গে কাজ করা কঠিন। তা ছাড়া ধারাবাহিক নাটকের জন্য যেমন টানা শিডিউল দিতে হয়, তেমনি একটা নির্দিষ্ট চরিত্রের মধ্যে নিজেকে আটকে রাখতে হয়। তখন একক নাটক বা ওয়েব সিরিজে ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে বাড়তি কষ্ট করতে হয়। এ জন্য এখন ধারাবাহিক নাটকে কাজ কম করছি।

শুধু কি নাটক আর ওয়েব সিরিজেই কাজ করতে চান, নাকি সিনেমাতেও আপনার দেখা মিলবে?

অদূর ভবিষ্যতে সিনেমায় দেখতে পাবেন। আমাদের সিনেমায় যে বাঁকবদল চোখে পড়ছে, তা দেখে বড় পর্দায় কাজ আগ্রহ বেড়ে গেছে। আমি যেহেতু নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, তাই নায়িকা নয়, ভালো গল্প হলে যে কোনো চরিত্রে অভিনয়ে রাজি আছি।