
মাছ শিকার করছেন ববিতা
শুধু শখ বললে ভুল হবে, মাছ ধরা একরকম নেশায় পরিণত হয়েছে অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার। তাঁর বাবারও ছিল এই নেশা। কিন্তু সেটা যে বংশপরম্পরায় নিজের ভেতর চলে আসবে- তা ববিতা নিজেও অনুমান করতে পারেননি। তাই বিদেশ-বিভুঁইয়ে গিয়েও যখন তখন ছুটে যান জলাশয়ের ধারে।
অনেক দিন হলো কানাডায় আছেন তিনি। বছরের একটি নির্দিষ্ট সময়ে তাঁকে কানাডায় যেতে হয়। কারণ, সেখানে থাকেন তাঁর একমাত্র ছেলে অনীক। তাই সেখানে যাওয়ার পর ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মাছ ধরতে বেরিয়ে পড়াও তাঁর রুটিনে পরিণত হয়েছে।
ববিতার মাছ শিকারের তেমনি কিছু ছবি এবার খুঁজে পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে বোঝা যায়, ছিপ হাতে কৈশোরকে নতুন করে ফিরে পেয়েছেন তিনি। জানা গেল, ছেলের সঙ্গে নানা জায়গায় ঘুরে ঘুরে সময়টা ভালোই কাটছে তাঁর। বেড়ানোর পাশাপাশি বড়শি দিয়ে মাছ শিকারও থেমে নেই। এরই মধ্যে সান ফিশ ও বাজ ফিশ ধরে চমকে দিয়েছেন সবাইকে।
মন্তব্য করুন