চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ার শুরু হয় শাকিব খানের সঙ্গে 'রংবাজ' ছবির মাধ্যমে। তখন থেকেই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন। বুবলী পরে শাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনে রূপ নেয়।  

মঙ্গলবার সেই গুঞ্জন যেন উস্কে দিলেন নায়িকা বুবলী। ফেসবুকে আমেরিকায় থাকার সময়ের দুটি ছবি পোস্ট করেছেন, যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। সেই ছবি নিয়ে দিনভর চর্চা চলে ভক্তদের মাঝে। সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খোলেন এই নায়িকা। 

সাংবাদিকদের তিনি বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি।'

বিষয়টি নিয়ে আপাতত খোলসা করে কিছু না বললেও পরে বিস্তারিত বলবেন বলে জানিয়ে বুবলী বলেন, 'কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।’ 

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারির পর অনেকদিন। সেই সময় নানা গুঞ্জন ডালপালা মেলে। সবচেয়ে বড় গুঞ্জন ছিল—মা হয়েছেন এই অভিনেত্রী। এরপর গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে এসে সেই গুঞ্জন অস্বীকার করেন বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

তবে মঙ্গলবার শাকিব খান যখন তার ছেলের জন্মদিনে ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করলেন, ঠিক সেদিনই বুবলী ‘মাই লাইফ’ ক্যাপশন লিকে তার বেবি বাম্পের ছবি দিলে ফেসবুকে। বুবলী-শাকিব খানের ভক্তরা রহস্য খুঁজে পাচ্ছেন এখানেই।