- বিনোদন
- ছেলের খেলার মাঠে এসে মুখও দেখলেন না শাকিরা-পিকে
ছেলের খেলার মাঠে এসে মুখও দেখলেন না শাকিরা-পিকে

জেরার্ড পিকে ও শাকিরা। ছবি: ফাইল
স্পেনের অন্যতম আকর্ষণীয় জেরার্ড পিকে ও শাকিরার জুটি ভেঙে গেছে। ১২ বছরের সম্পর্কের ইতি টেনে তারা আলাদা হয়ে গেছেন। কিছুটা মানসিক অবসাদে থাকায় শাকিরা আমেরিকার মায়ামিতে স্থায়ী হচ্ছেন।
অন্যদিকে বার্সেলোনা তারকা পিকে নতুন প্রেমের জীবন শুরু করেছেন। ক্লারা চাই এর সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন তিনি। পিকে-শাকিরার সম্পর্ক ছিন্ন হলেও সন্তানের দেখা-শোনার প্রতি তারা দায়িত্ববান থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন।
যে কারণে কিছুদিন আগে বড় ছেলে মিলান পিকের সঙ্গে সময় কাটাতে মায়ামিতে ওই জুটিতে দেখা যায়। এবার ছেলে মিলানের বেজবল খেলা দেখতে হাজির হন শাকিরা ও পিকে।
পাপারাজ্জি খ্যাত জর্ডি মার্টিন তাদের গতিবিধির ওপর বরাবরের মতো এবারও নজর রেখেছিলেন। তার ওই রিপোর্ট অনুযায়ী, পিকে কিংবা শাকিরা একে অপরের সঙ্গে কথা বলেননি। এমনকি তারা একে অপরের দিকে তাকানওনি।
পিকে অবশ্য ছেলের বেজবল ম্যাচ দেখতে গার্লফ্রেন্ড ক্লারাকে নিয়ে আসেননি। তবে মিলানের দাদা-দাদীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। পিকে এবং শাকিরাকে সেখানে খুব হাসিখুশি দেখা গেছে। ভক্তদের আবদার মিটিয়েছেন হাসি মুখে ছবি তুলে।
মন্তব্য করুন