১৭ বছরের নাতিদীর্ঘ পথ পেরিয়ে আঠারোতে এসেছে সমকালে। এ পথযাত্রায় পাথেয় হয়েছে শনিবার সমকাল কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সম্মিলনে অভ্যাগত সুধীজনের দোয়া ভালোবাসা আশীর্বাদ শুভাশীষ। পত্রিকা অফিসের দৈনন্দিন ব্যস্ততার মধ্যে দিনটি ছিল ব্যতিক্রমের।

এ আয়োজনে হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী অরুনা বিশ্বাস। সমকাল কার্যালয়ে এসে ফুল পত্রিকাটির প্রকাশকআবুল কালাম আজাদ  ও ভারপ্রাপ্ত সম্পাদক  ভারপ্রাপ্ত মোজাম্মেল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।