যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিষ প্রয়োগ করে ১৮টি কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সেইফ কুষ্টিয়া রেসকিউ টিম ফর স্ট্রে অ্যানিম্যাল, সেইফ দি ন্যাচার অব বাংলাদেশ, মৈত্রী ভলান্টিয়ার্স যশোর, গণতান্ত্রিক আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণী নিধনের বিষয়ে সরকারি আইন থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর তোয়াক্কা করেনি। তারা ১৮টি কুকুরকে বিষ প্রয়োগে হত্যা করে জঘন্য কাজ করেছে। মানববন্ধন থেকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি শাহরুখ খানের সভাপতিত্বে বক্তব্য দেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু, সওগাত কামাল দ্বীপ, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ অনিন্দ্র হাসান, আলিনুর রহমান প্রমুখ।

গত ২৮ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিধন কর্মীদের দিয়ে ইনজেকশন পুশ করে ১৮টি কুকুর হত্যার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে কুকুর নিধনের অনুমতি দেয়নি। অনুমতির কোনো প্রশ্নই ওঠে না; যেহেতু হাইকোর্ট থেকে নিষেধাক্ষা রয়েছে। বিভিন্ন সময়ে কুকুরগুলো হিংস্র আচরণ করলে আমরা সেগুলোকে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন দিয়ে থাকি। কুকুর হত্যা নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।