- বিনোদন
- উর্মিলাদের ‘গ্লোম্যাক্স’ উদ্বোধন করলেন শাকিব খান
উর্মিলাদের ‘গ্লোম্যাক্স’ উদ্বোধন করলেন শাকিব খান

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবার উদ্যোক্তা হিসেবেও যাত্রা শুরু করছেন। যে যাত্রাটার শুরুটা হলো দেশের শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরে। শুক্রবার বিকেল ৫টার দিকে বনানীর ১১ নাম্বার রোডে লেডিস এন্ড জেনস পার্লার ‘গ্লোম্যাক্স’ নামের এই প্রতিষ্ঠান উদ্বোধন করেন শাকিব খান।
শুক্রবার শাকিব খান আসার সঙ্গে সঙ্গে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে ফিতা ও কেক কেটে তিনি গ্লোম্যাক্সের নতুন যাত্রায় শুভ কামনা জানান।
গ্লোম্যাক্সের উদ্বোধনে শাকিব খানকে আমন্ত্রণ জানান চিত্রপরিচালক ও পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।
এই বিউটি পার্লারটির স্বত্বাধিকারী জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর জানান, 'সানী ভাইয়ের স্ত্রী গ্লোম্যাক্সের সাথে জড়িত। আগামীতে শাকিব খানকে নিয়ে সানী ভাই ছবি করতে যাচ্ছেন। তিনিই আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সুবাদে শাকিব খানকে আমরা পেয়েছি।'
উর্মিলা আরও যোগ করেন, ‘আমি ছোটবেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম।’
উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।
মন্তব্য করুন