- বিনোদন
- মাঠে সিয়াম-রাজ হয়ে উঠলেন মেসি-নেইমার
মাঠে সিয়াম-রাজ হয়ে উঠলেন মেসি-নেইমার

ফুটবল মাঠে সিয়াম ও রাজ
'দামাল' ছবিতে ফুটবল টিমের স্ট্রাইকার সিয়াম আহমেদ। আর শরিফুল রাজ হচ্ছেন অধিনায়ক। সিনেমার খেলার মাঠে তারা কেমন পারফর্ম করবেন তার একটা ট্রেলার দেখালেন বাস্তব খেলার মাঠে।
শনিবার স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি ‘দামাল’ সিনেমার টিম খেলছিলেন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। যে ম্যাচে সিনেমার মতো বাস্তবের খেলার মাঠেও জ্বলে উঠলেন সিয়াম ও রাজ। হয়ে উঠলেন মেসি-নেইমার। ফলাফল ফলাফল ১-১ গোলে ড্র।
২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ছবি 'দামাল'। মুক্তি উপলক্ষে এখন প্রচারণায় ব্যস্ত ছবিটির কলাকুশলীরা। সেই প্রচারণার অংশ হিসেবেই আজ সুন্ধরা কিংস বনাম দামাল টিম প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
তবে সিনেমার প্রচারণার জন্য মাঠে নামলেও পুরো ম্যাচেই দুই দলই খেলেছে প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবল। নিজেদের সবটা উজাড় করে দিয়েছেন ম্যাচে জয়ের জন্য। ম্যাচের প্রথমার্ধে ইমরুল হাসানের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন মোরসালিন। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে টিম 'দামাল'। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড লাইনে খেলেছেন দেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। শুধু ফরোয়ার্ড লাইনেই খেলেননি তিনি। তার গোলেই ম্যাচ ড্র করেছে টিম দামাল। পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেছেন তিনি।
এ সময় খেলা উপভোগ করতে ও দামাল টিমকে প্রেরণা দিতে মাঠে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সমু সৌধুরী, এফ এস নাঈম, সোহেল মন্ডল, অভিনেত্রী নিপুণ, সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই।
'দামাল' ছবিতে সিয়াম আহমেদ দুর্জয় চরিত্রে অভিনয় করছেন। পর্দায় ফুটবল টিমের এই স্ট্রাইকার শনিবারের ম্যাচ শেষে বলেন, 'ফুটবল অনেক পরিশ্রমের খেলা। মাঠে যারা খেলেন তারা বুঝেন এই পরিশ্রমটা। সবাই জানেন কেনো আমরা এই ফুটবল খেলছি। দামাল ছবির প্রচারণার জন্যই এই আয়োজন। তবে মাঠে আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাই খেললাম। আমরা ছবিটির প্রমোশনে যেমন চমক দিচ্ছি তেমনই সিনেমাতেও চমক থাকছে। আশা করি আগামী ২৮ অক্টোবার আমাদের দেখার জন্য সবাই হলে আসবেন।'
ম্যাচ শেষে 'দামাল' এ মুন্না চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ বললেন, 'এমন একটি আয়োজন করে সিনেমার প্রচারণা খুব কমই হয়। সেটা আমরা দামাল টিম করছি। আশা করি আমাদের এই পরিশ্রম স্বার্থক হবে। সবাই দামাল দেখতে হলে আসবেন।'
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় ‘দামাল’ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফি। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা।
তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই।
মন্তব্য করুন