যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিষ প্রয়োগে ১৮ কুকুর হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ারের সদস্য সাওগাত কামাল দীপ সোমবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বিচারক আরমার হোসেন মামলা আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- যবিপ্রবি'র রেজিস্ট্রার আহসান হাবিব, এস্টেট কর্মকর্তা হাসান আলী, নিরাপত্তা প্রধান অফিসার মনিরুজ্জামান মুন্সী ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের আলম মিয়ার ছেলে জাকির মিয়া।

এজাহারে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জাকির মিয়াকে ভাড়া করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা বিষ প্রয়োগে ১৮ কুকুর হত্যা করেছেন। এ বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কুকুর নিধনের কয়েকটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। জড়িতদের শাস্তি দাবি করেন অনেকে।

বাদী পক্ষের আইনজীবী মাহমুদ হাসান বুলু বলেন, বিষ প্রয়োগে প্রাণী হত্যার শাস্তি সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড। ক্যাম্পাসে কুকুর হত্যার ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী ১৩ জানুয়ারি।

এর আগে কুকুর হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।