চাঁদনী। নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। বেশ বিরতির পর অভিনয় করেছেন 'ফ্যামিলি ডিসট্যান্স' নামের একটি ধারাবাহিকে। এ ছাড়া নাচ নিয়েও ব্যস্ত তিনি। নতুন নাটক ও অন্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-

বেশ বিরতির পর ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকটিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

'ফ্যামিলি ডিসট্যান্স' নাটকটির নাম শুনলেই বোঝা যায়, এটি পারিবারিক গল্পের ধারাবাহিক। গতানুগতিক নাটকের ভিড়ে এটি অনেকটা আলাদা বলেই মনে হবে। অনেক গুণী জ্যেষ্ঠ শিল্পীর সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে। এখানে আমার চরিত্র একজন মনোরাগ বিশেষজ্ঞের। নির্মাতা হাসান জাহাঙ্গীরের কাজেও ছিল যত্নের ছাপ। আশা করছি নাটকটি দর্শক দেখবেন। বৈশাখী টিভিতে আগামী মাসে এর প্রচার শুরু হবে। এ নাটকের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর আবারও ধারাবাহিকে অভিনয় করেছি।


ধারাবাহিকে অভিনয়ে এত বিরতি নেওয়ার কারণ কী?

ব্যক্তিগত ব্যস্ততা এবং ভালো গল্প ও চরিত্র না পাওয়ায় ধারাবাহিকে কাজ করা হয়ে ওঠেনি। ঘুরেফিরে নাটক-সিনেমায় একই গল্প চোখে পড়ছে। এ রকম কাজেও মন সায় দেয় না। অভিনয়ে দীর্ঘ বিরতি ছিল বলে অনেকে মনে করেন- আমি এখন অভিনয় করছি না কিংবা দেশের বাইরে আছি। সে জন্য নির্মাতারা আমার সঙ্গে যোগাযোগ কম করেন।

এখন কি অভিনয় ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন?

সবসময় সেই কাজটি করতে চেয়েছি, যা আগের কাজগুলো থেকে আলাদা। অভিনয়ে আমার বড় বিরতি ছিল। এ জন্য চেষ্টা করছি ভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে আবারও দর্শকের কাছাকাছি যাওয়ার। শুধু অভিনয় নয়, নাচ নিয়েও নিরীক্ষাধর্মী কাজ করার ইচ্ছা রয়েছে।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

আরটিভির জন্য নাচের একটি অনুষ্ঠান করেছি। শিগগিরই এর প্রচার শুরু হবে। নিজের নাচের স্কুলে সময় দিচ্ছি। এ ছাড়া সাত পর্বের নতুন একটি ধারাবাহিকে কাজের কথা রয়েছে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা করছেন?

ব্যক্তিজীবনে আমি এখন একা। তাই ভেবেচিন্তে পথ চলতে চাই। জীবন থেমে থাকে না। বিয়ে তো অবশ্যই করব। যদি কেউ আমার জীবনে আসে, পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করব। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে যে কোনো দিন বিয়ের ঘোষণা দেব।