
'কুড়া পক্ষীর শূন্যে উড়া' ছবির দৃশ্য
ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন-সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' মুক্তি পাচ্ছে আগামীকাল। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ কাইয়ুম। অভিনয়ে জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। ধানের মৌসুমে এক দল কৃষিশ্রমিক ধান কাটার কাজে হাওরে যাচ্ছে। এ দলের সঙ্গে যাচ্ছে যুবক সুলতান। সে হাওরের একটি পরিবারের চাষাবাদ ও অন্যান্য গৃহস্থালি কাজকর্ম করে বার্ষিক চুক্তিতে। খুব ছোট থাকতে মাকে হারায় সুলতান। পরে বাবা আবার বিয়ে করলে অনাদরে-অবহেলায় বড় হতে থাকে। এক সময় সহ্যের সীমা ছাড়ালে সুলতান সিদ্ধান্ত নেয় অন্যত্র কাজের। আশ্রয় মেলে এক বৃদ্ধের সংসারে, যার একমাত্র ছেলে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মারা যাওয়ায় পরিবারে কর্মক্ষম আর কেউ নেই। আছে শুধু নাতনি রুকু, পুত্রবধূ রুকুর মা ও তার কোলের শিশুসন্তান। সুলতানের চোখ দিয়ে দেখা ঘটনাপঞ্জি মিলে হাওরের অধিবাসী দরিদ্র মানুষের জীবিকার সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকার কাহিনি দেখানো হয়েছে 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' সিনেমায়।
মন্তব্য করুন