দেশে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৮১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩১৬ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৯ হাজার ৭৬৯ জনের। মোট সংক্রমিত হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৫৬৫ জন। সুস্থ হয়েছেন ৬১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ৩৯ জন।