নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রাপালার অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় ধস্তাধস্তিতে মারা গেছেন হারিস সরকার (৪৮) নামের এক ব্যক্তি। বুধবার রাতে কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর গ্রামে আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হারিসের চাচা একই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য খোকন সরকারের অভিযোগ, তাঁর ভাতিজা প্রতিপক্ষের কিল-ঘুসিতে আহত হন। সেখান থেকে বাড়ি যাওয়ার পথে সড়কে অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে ট্রলারে করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টিকে হত্যা দাবি করে তিনি বলেন, এ ব্যাপারে মামলা করবেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খালিয়ারচর পশ্চিমপাড়ার একটি বাড়িতে স্থানীয় যুবকদের উদ্যোগে যাত্রাপালার আয়োজন করা হয়। এর মধ্যে আয়োজক আওয়ামী লীগ কর্মী মনির হোসেনের পক্ষের লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের নাম ঘোষণা করেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান ফাইজুল হক ডালিমের নাম ঘোষণা না করায় ইউপি সদস্য খোকন সরকারের লোকজনের সঙ্গে ধস্তাধস্তি হয়।

মনিরের সহযোগী আহসানউল্লাহ দাবি করেন, বুধবার রাতের অনুষ্ঠানে ধস্তাধস্তির ঘটনা ঘটেনি। হারিস সরকার আগে থেকেই অসুস্থ ছিলেন। যাত্রাপালা দেখে বাড়ি যাওয়ার সময় কাছাকাছি সড়কে হার্ট অ্যাটাক করে মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, কুমিল্লার মর্গে হারিস সরকারের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।