- বিনোদন
- আমি ব্রাজিল, জয় আর্জেন্টিনা: অপু বিশ্বাস
আমি ব্রাজিল, জয় আর্জেন্টিনা: অপু বিশ্বাস

বিশ্বকাপ ফুটবলে অপু বিশ্বাস সমর্থন করেন ব্রাজিল ফুটবল টিমকে। তার মতে, ফুটবল খেলা যারা পছন্দ করেন, বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। আমি এখন খেলা বুঝি তাই ব্রাজিল সমর্থন করি।
অপু বিশ্বাস এখন শুটিং করছেন 'লালশাড়ি' ছবিটির। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটির কো-প্রযোজকও এই নায়িকা। ছবিটির শুটিংয়েই অপু বিশ্বাস জানালেন তার ব্রাজিল সমর্থনের কথা। সেই সঙ্গে জানালেন তার সাত বছরের ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক।
ছোটবেলা থেকেই রোনালদো, রিভালদো, কাকাদের সমর্থক। সে সময় ব্রাজিল সাপোর্ট করতেন না বুঝে। এখন তিনি ফুটবল খেলা পুরিপুরি বোঝেন। বর্তমানে দানি আলভেজ ও নেইমারদের খেলা তার ভালো লাগে।
অপু ভাষ্য, ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার।
আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। আর তার চারদিন পর অর্থাৎ ২৪ নভেম্বর বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দলটি।
মন্তব্য করুন