দক্ষিনী ছবির সুপারস্টার কমল হাসান জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৩ শে নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার রাতে পরিস্থিতি গুরুতর হলে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে হাসপাতালে যান তিনি। পরে সেখানেই চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় তাকে। 

 হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা অভিনেতাকে ২ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন।

চলতি বছর বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটছে এই অভিনেতার। "বিগ বস তামিল সিজন ৬" এর শুটিংয়ের পাশাপাশি শংকরের "ইন্ডিয়ান ২" সিনেমার কাজেও বেজায় ব্যস্ত এই অভিনেতা।

আগামী  বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে বিক্রমের সিক্যুয়াল এবং মনিরত্নমের "কে এইচ ২৩৪" সিনেমা । এমন অবস্থায় তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার অনুগামীরা।