- বিনোদন
- ব্রাজিল গোল করলেই 'বিশেষ' ছবি দিয়ে উদযাপন করবেন এই মডেল
ব্রাজিল গোল করলেই 'বিশেষ' ছবি দিয়ে উদযাপন করবেন এই মডেল

চলছে বিশ্বকাপ উন্মাদনা। এই বিশ্বকাপ উন্মাদনায় প্রিয় দলের হয়ে আজব সব ঘটনা ঘটিয়ে যাচ্ছেন সমর্থকরা। কেউ কেউ তো প্রিয় দলের জয়ে নগ্ন হওয়ারও ঘোষণা দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি এই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলের মডেল ডায়ান টোমাজন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ম্যাচে ব্রাজিলের প্রতিটি গোলের পরেই টপলেস হয়ে ছবি পোস্ট করবেন।
এতোদিন অখ্যাত একজন ছিলেন তিনি। কাজে খুব একটা পরিচিতও পাননি। তবে এইবার কাতার বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নানা কথাবার্তা তাকে আলোচনায় নিয়ে এসেছে।
২৪ বছর বয়সী এই মডেল ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি গোল ভিন্নভাবে উদ্যাপন করবেন তিনি। সেই উদযাপনে প্রতিটি গোলের পরেই টপলেস হয়ে ছবি পোস্ট করবেন।
এই মডেল মনে করেন, এবারের ব্রাজিল দলটি বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। তিতের দলের চ্যাম্পিয়ন হওয়ার সব সামর্থ্যই আছে। মাথা ঠান্ডা করে খেললে আগের দুই পর্বের মতো সামনের বাধাগুলোও টপকে যাবে ব্রাজিল।
মন্তব্য করুন