- বিনোদন
- দর্শকের ভালো-মন্দ লাগার বিষয় মাথায় রেখেই কাজ করি: কেয়া পায়েল
দর্শকের ভালো-মন্দ লাগার বিষয় মাথায় রেখেই কাজ করি: কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল
কেয়া পায়েল। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি একাধিক নাটক, টেলিছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছোট পর্দায় এ সময়ের ব্যস্ততা, অভিনয় ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ ভাবনা ও অন্যান্য বিষয়ে কথা হয় তাঁর সঙ্গে-
ছোট পর্দায় আপনার ব্যস্ততা চোখে পড়ার মতো। একই সময়ে এত নাটক, টেলিছবির চরিত্র আত্মস্থ করা কঠিন মনে হয় না?
একই সময়ের একাধিক চরিত্র আত্মস্থ করে একের পর এক নাটক করে যাওয়া খুবই কঠিন। তাই অভিনয়ের আগে যতটা পারি চরিত্র নিয়ে ভাবার চেষ্টা করি। কেমন হতে পারে তাদের স্বভাব, চলাফেরা, সামাজিক দৃষ্টিভঙ্গি তা নিয়ে কিছুটা পড়াশোনা করি। যেসব চরিত্রে অভিনয় করেছি, তার সবই চোখে দেখা এমন নয়। তার পরও সবকিছু সম্ভব হয়েছে সহশিল্পী আর পরিচালকদের সহযোগিতায়।
এর মধ্যে নতুন আর কী কাজ করলেন?
কদিন আগে মোহাম্মদ মিফতা আমানের পরিচালনায় তৌসিফ মাহবুবের বিপরীতে 'পরীর মতো বউ' আর জোভানের সহশিল্পী হিসেবে নির্মাতা মেহেদী রনির 'অপশন বি' নাটকে অভিনয় করেছি। হাতে আরও কিছু কাজ আছে, যেগুলো একে একে শেষ করছি।
এখন পর্যন্ত কতগুলো নাটকে পছন্দের গল্প ও চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে?
গল্প ও চরিত্র ভালো না লাগলে অভিনয় করার ইচ্ছা নেই। তাই যে কোনো নাটক, টেলিছবিতে কাজের আগে এ দুটি বিষয় যাচাই করে নিই। অবশ্য সব সময় পছন্দ অনুযায়ী কাজ করলেই তা ভালো হবে, এটা মনে করি না। নির্মাতাও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। সাধারণ গল্পও পর্দায় অসাধারণ হয়ে ওঠে নির্মাতাদের কারণে। তাই কোন নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি সেটাও দেখার বিষয়।
দর্শকের প্রত্যাশা পূরণ নিয়ে আলাদা করে কখনও ভাবেন?
দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয় মাথায় রেখেই কাজ করি। তারকা নয়; অভিনেত্রী হতে চাই। এ জন্য খ্যাতি বা জনপ্রিয়তাকে পুঁজি করে কখনও কিছু করতে চাই না। বরং খেয়াল রাখি, যে কাজ করছি তা সমালোচনার মুখে ফেলবে কিনা?
'ইন্দুবালা'র পর আর কোনো ছবিতে দেখা যায়নি। আবার কখনও কোনো ছবিতে দেখা যাবে কি?
ভালো গল্প ও চরিত্র পেলে আবারও সিনেমায় অভিনয় করতে পারি। কিন্তু নিয়মিত সিনেমায় অভিনয় করব কিনা, তা এখনই বলতে পারছি না।
মডেলিংয়ে আগের মতো চোখে পড়ছে না। কারণ কী?
অভিনয়ের ব্যস্ততার জন্যই এখন মলেডিং করা হয়ে উঠছে না। তবে মডেলিং ছেড়ে দিয়েছি তা নয়। সুযোগ পেলে করব।
মন্তব্য করুন