পতিতলায়  এবং একজন টাউট জাল টাকার ব্যাবসায়ীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক 'ডার্টি মানি’। যে নাটকে দেখা যাবে সিনেমার খল অভিনেতা ডনকে। তিনিই করেছেন জাল টাকার ব্যাবসায়ির চরিত্রটি। 

এতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন লন্ডন প্রবাসী আমিনুল ইসলাম বাপ্পী ।  তিনি লন্ডনে ফিল্ম এর উপর পড়াশুনা করে সেখানে শর্ট ফিল্ম এন্ড পূর্ণ নাটক তৈরী ও অভিনয় করেছেন।  নাটকে দেখা যাবে নায়ক পতিতালয়ের এক পতিতারপ্রেমে পড়েন এবং তাকে সেখান যেতে উদ্ধার করে নায়িকার বাবা মার কাছে ফিরিয়ে দেন। 

ম ম র রুবেল রচিত কামরুজ্জামান পুতুল পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন দোলন দে,  জেরিন, অনন্যা সহ প্রমুখ।  

নির্মিাতা জানিয়েছেন ২২ শে ডিসেম্বর  রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে নাটকটি।