- বিনোদন
- কলকাতায় সেরা বাংলাদেশের 'কুড়া পক্ষীর শূন্যে উড়া'
কলকাতায় সেরা বাংলাদেশের 'কুড়া পক্ষীর শূন্যে উড়া'

গত বৃহস্পতিকার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের। এবারের আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা 'কুড়া পক্ষীর শূন্যে উড়া'।
ছবিটির সঙ্গে যৌথভাবে সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পেনের 'আপন এন্ট্রি'ও। উৎসবের 'গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার' সম্মাননা জিতে উচ্ছ্বসিত ছবির পরিচালক মুহাম্মদ কাইউম। তিনি সমকালকে বলেন, 'সত্যি বলতে কী আমি অনেক খুশি। কী বলব ভাষা হারিয়ে ফেলেছি। চার বছরের সাধনার ফল। সেরা ছবির পুরস্কার পাব, ভাবতেই পারিনি। আমার প্রথম ছবি এটি। আর পুরস্কারও প্রথম। এ এক অন্যরকম ভালোলাগার, ভালোবাসার।'
সেদিন সন্ধ্যায় সেরা ছবির নাম ঘোষণার পর 'গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার'-এর সঙ্গে নির্মাতার হাতে পুরস্কারমূল্য ৫১ লাখ রুপি তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
'কুড়া পক্ষীর শূন্যে উড়া' ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে হাওরের ধানকাটা কৃষক পরিবারের জীবনসংগ্রাম নিয়ে। হাওরের দরিদ্র কৃষকদের জীবিকার লড়াই নিয়ে। প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে পেটের তাগিদে বেঁচে থাকার দুর্নিবার যুদ্ধকে সঙ্গী করে।
ছবিটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমি ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম প্রমুখ। ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল গত ৪ নভেম্বর। গেল ১৫ ডিসেম্বর পশ্চিম বাংলার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল ৮ দিনের এ চলচ্চিত্র উৎসবের।
মন্তব্য করুন