- বিনোদন
- 'আমি ডাক্তারি পেশায় আছি, নিয়মিত কাজ করা মোটেও সম্ভব নয়'
'আমি ডাক্তারি পেশায় আছি, নিয়মিত কাজ করা মোটেও সম্ভব নয়'

শ্রাবণ্য তৌহিদা
শ্রাবণ্য তৌহিদা। উপস্থাপক ও মডেল। মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে তাঁর উপস্থাপনায় রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'সেরা রাঁধুনি'। নতুন অনুষ্ঠান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
এর আগেও আপনি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। 'সেরা রাঁধুনি' অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা কেমন ছিল?
ক্যারিয়ারে রান্নাবিষয়ক অনেক অনুষ্ঠান উপস্থাপনা করলেও এত বড় আয়োজনে কখনোই করিনি। যে দিক থেকে এ অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা একেবারেই আলাদা। স্টুডিও রাউন্ড থেকে আমি ঢুকেছি। অনেকেই অনুষ্ঠানটি দেখছেন। প্রত্যেক রাঁধুনিই শিল্পী। রান্নার অনুষ্ঠানের মাধ্যমে নারীশক্তিকে জাগিয়ে তুলছি। বিচারকদের সঙ্গে কাটানো সময় ছিল আনন্দময়। মজার রান্না ভাগাভাগি করেছি। বাংলাদেশে সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোর অংশ হতে পারা সৌভাগ্যের।
উপস্থাপনায় আপনার আইডল কে?
রুমানা মালিক মুনমুন। তাঁর উপস্থাপনা আমি মুগ্ধ হয়ে দেখি। অনেক কিছু শেখার আছে। তাঁর উপস্থিত বুদ্ধিমত্তা ও শুদ্ধ উচ্চারণ আমার ভালো লাগে।
ইদানীং অভিনয়ে আপনাকে কম দেখা যায়-
নিয়মিত কাজ করা মোটেও সম্ভব নয়। কমবেশি সবাই জানেন, আমি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত। অভিনয়ের জন্য বেশি সময় বের করা হয়ে ওঠে না। কোনো বিশেষ দিবস কিংবা উৎসব আয়োজনে নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করছি।
সামনে ভালোবাসা দিবস। নতুন কোনো নাটকে আপনাকে দেখা যাবে?
হ্যাঁ। এরই মধ্যে ভ্যালেন্টাইনের 'প্রেমিকারা যেমন হয়' নাটকে অভিনয় করেছি। এটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
ইউটিউব চ্যানেল খোলার কথা বলেছিলেন-
পরিকল্পনা অবশ্যই আছে। ক্রীড়া ও বিনোদনের কনটেন্ট নিয়ে ভিন্নধর্মী কিছু দিয়ে ইউটিউব চ্যানেলটি সাজাতে চাই। যে জন্য একটু সময় নিচ্ছি। নতুন বছরের শুরুতে এ নিয়ে বিস্তারিত জানাতে পারব।
এ সময়ে ব্যস্ততা কী নিয়ে?
মাছরাঙার 'স্বাস্থ্য কথা', চ্যানেল টোয়েন্টিফোরের 'আমার স্বপ্ন আমার ঘর', এনটিভির 'সেরা পরিবার' এবং মাই টিভির 'ফোনোলাইভ স্টুডিও কনসার্ট' উপস্থাপনা করছি। আসছে বিপিএলের আসরে হাজির হব। সেরা রাঁধুনি নিয়ে প্রথম সপ্তাহ ব্যস্ত থাকব। এক সপ্তাহ পর বিপিএলের আয়োজনে আমাকে দেখা যাবে।
নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশা কী?
বিদায়ী বছর অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। একটি বড় রিয়েলিটি শো দিয়ে শেষ করতে যাচ্ছি। সামনের বছর আরও ভালো যাবে- এ প্রত্যাশা করছি।
আরও পড়ুন
মন্তব্য করুন