অনেকের কাছে ২০২২ সাল শেষ হওয়ার জন্য অপেক্ষা করার আরেকটি কারণও আছে। ১ জানুয়ারি থেকে অনেকগুলো বই সর্বজনীন হয়ে পড়ছে। অর্থাৎ এসব বই যে কেউ কোনো কাজে লাগানো বা প্রকাশ করার ক্ষেত্রে কোনো কপিরাইট থাকছে না।
১৯৯৮ সালের মার্কিন কপিরাইট আইন অনুসারে ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত বইগুলো আগামী বছর থেকে সর্বজনীন হয়ে পড়বে। ডিউক ল স্কুলের সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য পাবলিক ডোমেইন এমন কিছু উল্লেখযোগ্য বইয়ের তালিকা করেছে, যার কপিরাইট আগামী বছর শেষ হয়ে যাবে।
২০২৩ সালে সর্বজনীন হয়ে পড়া সবচেয়ে পরিচিত বইগুলোর মধ্যে রয়েছে নারীবাদী লেখক ভার্জিনিয়া ওলফের 'টু দ্য লাইটফাউস'। একটি পরিবারের আইল অব স্কাইয়ে গ্রীষ্ফ্মের ছুটি কাটানোকে কেন্দ্র করে ক্ল্যাসিক আধুনিকতাবাদী উপন্যাস এটি। ২০২১ সালে ভার্জিনিয়া ওলফের 'মিসেস ডলোওয়ে' উপন্যাসটির কপিরাইটও ফুরিয়েছে।
উইলা ক্যাথারের 'ডেথ কামস ফর দ্য আর্চবিশপ' এমন আরেকটি বই, যা আগামী বছর উন্মুক্ত হচ্ছে। সঙ্গে থাকছে থর্নটন ওয়াইল্ডারের 'দ্য ব্রিজ অব সান লুইস রে' ও আগাথা ক্রিস্টির 'দ্য বিগ ফোর'।
আর্নেস্ট হেমিংওয়ের গল্প সংকলন 'মেন উইদাউট উইমেন' এবং উইলিয়াম ফকনারের উপন্যাস 'মসকিটোস'ও উন্মুক্ত হতে যাচ্ছে। ২০২২ সালে হেমিংওয়ের 'দ্য সান অলসো রাইজেস' এবং ফকনারের 'সোলজারস পে' তাদের কপিরাইট হারিয়েছে। ২০২৩ সালে এ মেলায় আরও যুক্ত হচ্ছে আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সিরিজের 'কেস-বুক', এডিথ ওয়ার্টনের 'টোয়াইলাইট স্লিপ' এবং কাউন্টি কুলেনের 'কপার সান'।