বুবলী বললেন, ডাক পেলে ছুটে আসব

শবনম বুবলী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:১৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:২০
প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। সিনেমার নাম 'ফ্ল্যাশব্যাক'। সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষে হয়েছে। শুটিং শেষ করে গতকাল কলকাতায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির টিজারটি প্রকাশ করা হয়।
টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস ও শবনম বুবলী।
টিজার প্রকাশ অনুষ্ঠানে বুবলী বলেন, ‘কলকাতায় এটি আমার প্রথম অভিনয়। শুটিংয়ে শুরু দিনে প্রিয় মানুষগুলোর সঙ্গে সঙ্গে দেখা হয়েছিল শুটিং শেষেও এই মানুষগুলোর সঙ্গে দেখা হল। খুব ভালো লাগছে। এতো সুন্দরভারে এখনকার মুনষ আমাকে স্বাগত জানিয়েছে যা সারাজীবন আমার কাছে প্রাপ্তি হয়ে থাকবে। আশাকরি এই যাত্রটা অব্যাহত থাকবে।’
এখন সিনেমায় আসলেই মানুষ প্রসংশার চেয়ে সমালোচনা বেশি করে। তা নিয়ে মোটেই বিচলিত নন বুবলী। জানালেন, ২০২৪ সালে এসে আমরা খুব অস্থির হয়ে গেছি। সত্যিকার অর্থে এটা বলতে কোনো দ্বিধা নেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন সবাই খুব অস্থির। কোনো কিছু না দেখে না জেনে আমরা সেটা বিচার করে বসি। ভালো বিষয়গুলো বাদ নিয়ে খারাপটা নিয়ে আমরা বেশি ব্যস্ত। আমি মনে করি এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিৎ।
অনুষ্ঠানে কৌশিক গাঙ্গুলি বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ছবি করেছি। এবার ছবি করলাম বুবলীর সঙ্গে। পরে বুবলীকে নিয়ে সিনেমা করার কথা ভাবব।’ সঙ্গে সঙ্গে বুবলী বলেন, ‘ডাক পেলে দৌড়ে ছুটে আসব।’
ছবিটির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের লাভা, লোলেগাঁও ও সিকিমের বিভিন্ন অঞ্চলে। আগামী মে মাসে ছবিটি ঢাকা, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের খায়রুল বাসার নির্ঝর। কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সিদ্ধার্থ ও অমিত ব্যানার্জি। সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন কলকাতার নারায়ণ চ্যাটার্জি ও বাংলাদেশের কাজী জাফরিন।
- বিষয় :
- শবনম বুবলী