শহরে একের পর এক নারী খুন, এলো এক মিনিটের কর্মফল

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১২:৫১ | আপডেট: ২০ মার্চ ২০২৪ | ১৩:৪২
শহরে একের পর একটা খুন হচ্ছে। খুন হওয়া সবাই নারী। প্রতিটি খুনে সঙ্গে জড়িত ধর্ষণ। প্রতিটি খুনই হয়েছে ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা।
সংক্ষেপে এটুকু বিষয় উঠে এলো নতুন সিনেমা ‘এশা মার্ডার’র টিজারে। যেটা মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে অন্তর্জালে। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা।
ট্রেলার শেয়ার দিয়ে সানি সানোয়ার লিখেছেন, ‘বাঁধন কি পারবে এশা খুনের রহস্যভেদ করতে?’ এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বাঁধনের নতুন সিনেমার টিজার। সেখানে দেখা গেছে, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হন অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার লিনার ওপর।
এই ছবির মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন রূপে আসছেন বাঁধন। চৌকস পুলিশ অফিসারের ভূমিকায়। ছবির লিনার চরিত্রটি তারই। এই চরিত্রের মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার পুলিশের ভূমিকায় হাজির হলেন পর্দায়। এক মিনিট চার সেকেন্ডের টিজারে বাঁধন বাঁধন মুগ্ধ করেছেন। সুবিচার করেছেন নিজের চরিত্রের প্রতি। সেই সঙ্গে ছবিটির গল্পের প্রেক্ষাপট আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদাভাবে কাড়ছে দর্শকের মন। বলা যায়, পয়লা দর্শনেই আগ্রহ ও চমক জাগাতে সক্ষম হয়েছে মার্ডার-মিস্ট্রি ধাঁচের সিনেমাটি।
টিজারে ‘এশা মার্ডার’ ছবির প্রধান কয়েকটি চরিত্রের চেহারা উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বাঁধন ছাড়াও আছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। তবে আড়াল রাখা হয়েছে গল্পের ভিলেনকে। সেই চরিত্রে কে থাকছেন, তা-ও ছবির গল্পের মতোই রহস্যজনক। ছবিটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
ছবিটি নিয়ে বাঁধন বলেন, ‘এমন চরিত্রে এবারই প্রথম। ফলে আমার কাছে যেমন ইন্টারেস্টিং ছিল তেমনিই ছিল চ্যালেঞ্জিং।’
টিজারের শেষে সিনেমাটি মুক্তির দিনও জানানো হয়। ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহায়।
- বিষয় :
- আজমেরি হক বাঁধন
- ঢালিউড