- বিনোদন
- ইচ্ছে ছিল দিনটি ঢাকার বাইরে কাটাব, কিন্তু সম্ভব হচ্ছে না: ফাহমিদা
ইচ্ছে ছিল দিনটি ঢাকার বাইরে কাটাব, কিন্তু সম্ভব হচ্ছে না: ফাহমিদা

ফাহমিদা নবী
ফাহমিদা নবী। নন্দিত এই কণ্ঠশিল্পীর জন্মদিন আজ। বিশেষ এই দিনটি নিয়ে আজকের পরিকল্পনা, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
শুভ জন্মদিন। এবার বলুন, আজকের এই বিশেষ দিনটি কীভাবে কাটাবেন?
শুভেচ্ছার জন্য সমকাল পরিবারের সবাইকে ধন্যবাদ। জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইছেন? সত্যি বলতে কি পরিকল্পনা যা ছিল, তা পূরণ করা আপাতত সম্ভব হচ্ছে না। ইচ্ছা ছিল, আজকের দিনটি ঢাকার বাইরে কোথাও কাটাব। কিন্তু একই সময়ে কয়েকটি অনুষ্ঠান থাকায় সেটা সম্ভব হচ্ছে না। এর বাইরেও আজ থেকে পরপর দু'দিন বাংলাভিশন ও এটিএন বাংলার লাইভ অনুষ্ঠানে গাইতে হবে। অনেক দিন আগে চ্যানেল কর্মকর্তাদের কথা দিয়েছিলাম, এখন সে কথা না রাখলেই নয়। তাই জন্মদিনে আলাদা করে কোনো কিছু করার সুযোগ পাচ্ছি না। তবে আর কিছু না হোক, ভক্ত আর কাছের মানুষদের শুভেচ্ছা বিনিময় চলবে।
নতুন বছরের আয়োজন নিয়ে কী পরিকল্পনা করছেন?
শুধু এই একটি বছর নয়, প্রতিটি বছরের প্রতিদিনই শিল্পী হয়ে উঠতে চাই। গায়িকা অনেকেই হতে পারেন, কিন্তু সবাই শিল্পী হতে পারেন না। তাই শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে আমার পথচলা। সে লক্ষ্যেই এ বছর এমন কিছু কাজ করতে চাই, যা শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ বছর কিছু গানের সুরও করতে চাই। একান্ত ভালো লাগা সুরের নেশায় মেতে ওঠা।
সুরকার হিসেবে তাহলে নিয়মিতই কাজ করে যাচ্ছেন?
শুরু যখন করেছি, তখন তো আর থেমে থাকার উপায় নেই। এর মধ্যে কিছু গানের সুর করা হয়ে গেছে। সেই গানগুলো নিজে এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে রেকর্ডের পর নিজের চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশ করব।
সংগীত প্রযোজক হিসেবে আপনার ভাবনার কথা জানতে চাই?
এখন গান ইউটিউবে প্রকাশ করা হয়। ইউটিউব মানেই অপার স্বাধীনতা। তাই নিজস্ব ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। তবে অবাধ স্বাধীনতা থাকলেও স্রোতে গা ভাসাতে চাই না। প্রযোজক হিসেবে ভালো কিছু গান প্রকাশ করার কথাই সব সময় মাথায় রাখি। সেটি নিজের বা যে কোনো শিল্পী ও সুরকারের গান হতে পারে।
টিভি আয়োজনে অংশ নিলেও স্টেজ শোতে আপনাকে খুব একটা দেখা যায় না, কারণ কী?
যেসব গান শুনে হৈ-হুল্লোড় করা যায়, স্টেজের দর্শক সেগুলোই বেশি শুনতে চান। কিন্তু আমি হৈচৈ করার মতো গান গাই না। তাই যেখানে শ্রুতিমধুর গান গাওয়ার সুযোগ থাকে, সেখানই অংশ নিই।
মন্তব্য করুন