জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহুরুল ইসলাম রোহেল ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ.ম শরিফুল হুদার তত্ত্বাবধানে 'মাইগ্রেন্টস অব ঢাকা সিটি ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার; অ্যা জিওগ্রাফিকাল অ্যাসেসমেন্ট' বিষয়ের ওপর তিনি গবেষণা করেন। গত বছরের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১০তম সভায় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ড. জহুরুল ইসলাম রোহেল ১৯৬৫ সালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ওয়াছিল আলী এবং মাতা মরহুমা জাহানারা বেগম চৌধুরী।

কর্মজীবনে তিনি সিলেটের গোয়াইনঘাট ও নবীগঞ্জ উপজেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি গাইবান্ধার জেলা প্রশাসকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, যুব ও  ক্রীড়া মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়  এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে  দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, একই মন্ত্রণালয়ের  যুগ্মসচিব  ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।  বর্তমানে তিনি জামুকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত রয়েছেন।

জহরুল ইসলাম রোহেল তার নিজ গ্রামের দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পড়লেখা শেষ করেন। ১৯৮১ সালে কক্সবাজারের উখিয়া হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে এসএসসি, ১৯৮৩ সালে এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক এবং ১৯৮৭ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

চাকরিরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে এমবিএ, ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ২০১০ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে পিজিডি ডিগ্রি এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্কসপ, ওরিয়েন্টেশন, সেমিনারে অংশগ্রহণ করেন।