ডিউক অব কেমব্রিজ ব্রিটিশ যুবরাজ উইলিয়াম তাঁর ভাই ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারিকে মারধর করেছিলেন। যার মূল কারণ হ্যারির স্ত্রী মেগান মার্কেলের প্রতি রাজপরিবারের অপছন্দ ও অবহেলা। স্মৃতিকথা 'স্পেয়ার'-এ এসব কথা তুলে ধরেছেন হ্যারি।
অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করায় দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে যায় বলে আত্মজীবনীতে উল্লেখ করেছেন প্রিন্স হ্যারি। ২০১৯ সালে লন্ডনের প্রাসাদের ওই সংঘাতের কথা উল্লেখ করে হ্যারি লিখেছেন, মেগানকে 'বাজে', 'বদরাগী' ও 'বেপরোয়া' বলতেন উইলিয়াম। মেগানকে নিয়ে তর্কের এক পর্যায়ে হ্যারিকে কলার ধরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন প্রিন্স উইলিয়াম। প্রিন্স হ্যারি লিখেছেন- 'উইলিয়াম আমার কলার চেপে ধরে, গলার চেইন ছিঁড়ে ফেলে এবং মেঝেতে ছিটকে ফেলে দেয়। আমি কুকুরকে খাবার দেওয়ার বাটিতে গিয়ে পড়ি। ওই বাটির ভাঙা কয়েকটি টুকরো আমার পিঠ চিড়ে দেয়। আমি কিছুক্ষণের জন্য সেখানে শুয়ে পড়লাম। হতবাক হয়ে গেলাম। তারপর তাকে বেরিয়ে যেতে চিৎকার করলাম। উইলিয়াম চলে গেল। তারপর ফিরে এসে দুঃখ প্রকাশ করেছে। আর বলেছে- এ বিষয়ে মেগানকে বলার দরকার নেই।'
মেগানকে বিয়ের পর থেকেই হ্যারির সাথে রাজপরিবার, বিশেষ করে উইলিয়ামের সাথে মনোমালিন্য চলে আসছে। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই ভাইয়ের সাথে দূরত্ব বাড়ে হ্যারির। ১০ জানুয়ারি (মঙ্গলবার) প্রকাশিত হয় হ্যারির স্মৃতিকথা 'স্পেয়ার'। এর আগে 'হ্যারি অ্যান্ড মেগান' শীর্ষক নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজেও রাজপরিবারের অনেক অজানা ও বিতর্কিত অধ্যায় উঠে আসে।