- বিনোদন
- সমালোচনা নয়, শাহরুখের ছবির প্রশংসা করলেন কঙ্গনা
সমালোচনা নয়, শাহরুখের ছবির প্রশংসা করলেন কঙ্গনা

ভারতসহ ১০০টির মতো দেশে একযুগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা, যার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর রূপালি পর্দায় ফিরলেন বলিউড এই বাদশাহ। মুক্তির প্রথম দিনে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সংগ্রহ করে ১০০ কোটি রুপি।
সিনেমাটি নিয়ে শুরু থেকে সমালোনা ও বিতর্ক হলেও সেই বিতর্কে গেলেন না বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিটি মুক্তির দিন ‘পাঠান’ নিয়ে কথা বললেন তিনি। তবে সেটা সমালোচনা নয়, বরং শাহরুখের প্রশংসা করেন।
বলিউডভিত্তিক সাইট কইকই জানায়, বুধবার রাতে অনুপম খেরের সঙ্গে তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র একটি পার্টিতে অংশ নেন কঙ্গনা। এ সময় সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান' ছবির প্রশংসা করেন কঙ্গনা। তিনি বলেন, বক্স-অফিস রেকর্ড ভাঙার জন্য হিন্দি ছবিগুলো প্রেক্ষাগৃহে তুমুল লড়াই করছে।
কঙ্গনা আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমানে হিন্দি সিনেমা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে আছে এবং আমরা সবাই শেষ পর্যন্ত নিজেদের সামান্য উপায়ে ব্যবসা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই ধরনের চলচ্চিত্র অবশ্যই দরকার।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন। এতে খল চরিত্রে দেখা দিয়েছেন জন আব্রাহাম। সিনেমায় শাহরুখকে দেখা যায় গুপ্তচরের ভূমিকায়।
এদিকে, শাহরুখ খানের হাতে রয়েছে ‘জাওয়ান’ এবং ‘ডানকি’ নামে আরও দুটি সিনেমা, যেগুলো ২০২৩ সালেই মুক্তি পাবে বলে জানিয়েছেন বলিউড বাদশাহ।
মন্তব্য করুন