কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরার সঙ্গে গত বছরই সম্পর্ক ছিন্ন করেছেন স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে। শাকিরা প্রক্যাশে তেমন কিছু না বললেও, পিকের বিরুদ্ধে বহুগামিতার অভিযোগ ছিল বলে স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন ছিল। 

জনপ্রিয় এই জুটির সম্পর্ক বিচ্ছেদে রূপ নেয় ক্লারা চিয়া মার্তি নামে এক তরুণীকে কেন্দ্র করে। প্রথমে এটি গুঞ্জন হিসেবে থাকলেও খোদ পিকেই এখন সামনে এনেছেন ২৩ বছর বয়সী ক্লারাকে।

ইনস্টাগ্রামে ক্লারার সঙ্গে ছবি পোস্ট করার মধ্য দিয়ে নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণাও দিলেন পিকে। কোনো একটি রেস্টুরেন্টে তোলা হয়েছে ছবিটি। দুজনের পোশাকই কালো। যদিও অন্তরঙ্গ এ ছবি দিয়ে কিছু লেখেননি পিকে। ধারণা করা হচ্ছে ছবিটি শেয়ার করে ভক্তদের সম্পর্কের বিষয়টি অফিশিয়ালি জানিয়েছেন ফুটবল তারকা।

পিকের সঙ্গে ক্লারার ছবি দেখে ভক্তরা অবশ্য খুব একটা খুশি হননি। শাকিরার স্থানে ক্লারাকে মেনে নিতে পারছেন না অনেকেই। এক ভক্ত লিখেছেন, 'আমি হলে লজ্জিত হতাম।' আরেকজন লিখেছেন, 'আপনার সন্তানের মায়ের স্থান এই নারী নিতে পারবেন না।'

দুটি সন্তান থাকলেও ১২ বছরের সম্পর্ককে কখনো বিয়েতে রূপ দেননি পিকে- শাকিরা। এর আগে দুজনই জানান, সন্তানদের জন্যেই তারা বিয়ে করেননি। ২০১০ ফিফা বিশ্বকাপে পরিচয় হয় তাদের। এরপর এক সঙ্গে ১২ বছর কাটিয়ে বিচ্ছেদের পথে হেটেছেন তারা।