চলে গেলেন ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির কিংবদন্তি তারকা ও জনপ্রিয় অভিনেত্রী যমুনা। শুক্রবার সকালে হায়দ্রাবাদে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

যমুনার পরিবার সূত্রে জানানো হয়েছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছেলে আর মেয়ের সঙ্গে থাকতেন যমুনা, তার স্বামী জুলুরি রামানা রাও ২০১৪ সালে মারা গেছেন।

তেলুগু ছবির পাশাপাশি তামিল, কানাডা, হিন্দি ভাষাতেও ছবি করেছেন যমুনা। সব মিলিয়ে ২০০টির বেশি তেলেগু ছবিতেই অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি,অ ভিনেতা মহেশ বাবু, নীলিমা গুনা, ববি কলিসহ আরও অনেকে।

মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে হাতে খড়ি হয় যমুনার। তার প্রথম ছবি ছিল ডা. গারিকপতি রাজারাও এর পুটিল্লু। তার জনপ্রিয় কিছু ছবির মধ্যে উলেখ্যযোগ্য, গুন্ডাম্মা কাথা, আপ্পু চেজি পাপ্পু কুডু, ডোঙ্গা রামুডু। কেরিয়ার জীবনে এনটি রামা রাও, আক্কিনেনি নাগেশ্বরা রাও-এর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।