উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছবিটিতে  জুটিবদ্ধ হয়েছিলেন নিপুণ ও মুন্না। আগামী ৩ জানুয়ারি তাদের আরও একটি নতু ছবি মুক্তি পাচ্ছে। নাম 'ভাগ্য'।

মাহাবুবুর রশীদ পরিচালিত ছবিটি ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চিত্রামহল, আনন্দ, গীত, বিজিবি সিনেমাহল সহ দেশের দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। 

দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে ছবি ভাগ্য। তাই এটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, এমন গল্পের ছবি  দর্শকরা দেখে বিনোদন পাবেন। ভাগ্যর ভাগ্য নিয়ে আমি দারুণভাবে আশাবাদী।”

এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান।