পর্দায় ছিলেন না। তবু নিপুণকে নিয়ে গত দুই বছর আলোচনা থেমে ছিল না। যার কেন্দ্রবিন্দুতে ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আর জায়েদ খানের সঙ্গে পদ নিয়ে মামলায় জড়িয়ে পড়া। যদিও আদালতের রায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন নিপুণ; তবু এ নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু এসব আলোচনা-সমালোচনার মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল অভিনেত্রী নিপুণের ব্যস্ততার খবর। অবশেষে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন অভিনেত্রী নিপুণ। কারণ একটাই, অনেকদিন পর আবার পর্দায় দেখা মিলতে যাচ্ছে এই অভিনেত্রীর। আগামীকাল দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'ভাগ্য'। মাহাবুবুর রশীদ পরিচালিত এ ছবিতে আরও একবার নিপুণকে দেখা যাবে অভিনেতা মুন্নার বিপরীতে।

এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন 'ধূসর কুয়াশা' ছবিতে। তবে আগের ছবি থেকে এবারের গল্প অনেকটাই আলাদা। যে জন্য 'ভাগ্য' নিয়ে ভীষণ আশাবাদী নিপুণ। তাঁর কথায়, "প্রত্যেক শিল্পীর কাছে তাঁর অভিনীত ছবি সন্তানের মতো; যাকে ঘিরে অনেক স্বপ্ন ও আশার বীজ রোপিত হয়। 'ভাগ্য' তেমনই এক ছবি; যাকে ঘিরে ক্যারিয়ারের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বাসনা লালন করা যায়।" ছবি নিয়ে নিপুণ আরও বলেন, "কম-বেশি সব ছবিতে পরিশ্রমের ছাপ থাকে। 'ভাগ্য' তাঁর ব্যতিক্রম নয়। ছবিটি দেখলেই দর্শক বুঝতে পারবেন, অনেক শ্রম-ঘাম ঝরিয়ে কাজটি করা হয়েছে।

গল্পের ঘটনাগুলো মনে হবে জীবন থেকে নেওয়া। চরিত্রেও খুঁজে পাওয়া যাবে চেনা মানুষের ছায়া। বিরতি ভাঙার জন্য যে ধরনের ছবি খুঁজেছি, 'ভাগ্য' তেমনই নিখাদ বিনোদনের ছবি।" নিপুণের এই আশাবাদ ভক্তদের সিনেমা হলে টেনে নিয়ে যাবে- এমন আশা করা যেতেই পারে। এদিকে নতুন ছবি মুক্তির মধ্য দিয়ে অভিনয় জগতে যেমন সরব হচ্ছেন নিপুণ, তেমনি ব্যস্ত দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে। শিল্পী সমিতির পক্ষ থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তিনি। একইভাবে সিনেমা হল বাঁচাতে জোট বেঁধে কাজ করে যাচ্ছেন। তাঁর কথায়, চলচ্চিত্র শিল্প রক্ষায় ভালো ছবি যেমন প্রয়োজন, তেমনি জরুরি সিনেমা হলগুলো বাঁচানো।