- বিনোদন
- ক্যারিয়ারের ১৭ বছর পর এই সম্মাননা পেলাম
ক্যারিয়ারের ১৭ বছর পর এই সম্মাননা পেলাম

'রেহানা মরিয়ম নূর' চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো নয়। কারণ, স্বপ্ন দেখার সাহস আমার কখনও ছিল না! আমার মিডিয়া ক্যারিয়ারের ১৭ বছর পর এই সম্মাননা পেলাম। এটা আমার কাছে খুব স্পেশাল। কারণ জীবনে অনেক চ্যালেঞ্জ, অন্যায়, অত্যাচারের মুখোমুখি হয়েছি।
সব সময় প্রবাহের বিরুদ্ধে থাকার পর এটি আমার জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি! এই পুরস্কার শুধু আমার একার নয়, পুরো দলের; বিশেষ করে আমার পরিচালক সাদের [আবদুল্লাহ মোহাম্মদ সাদ]। 'রেহানা মরিয়ম নূর' প্রথম বাংলাদেশি চলচ্চিত্র, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কান চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত করা হয়েছিল। আশা ছিল চলচ্চিত্রটি আরও কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা পাবে। তারপরও যেটুকু পেয়েছে, তাতে খুশি। এই সম্মান ও কৃতিত্ব দেশের স্বাধীনতা ও অধিকার-বঞ্চিতদের উৎসর্গ করতে চাই। যেহেতু আমিও এর ভুক্তভোগী।
মন্তব্য করুন