- বিনোদন
- যৌতুক মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র
যৌতুক মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই সোহেল রানা সম্প্রতি আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকা মহানগর হাকিম মো. আতাউল্লাহ অভিযোগপত্রে 'দেখিলাম' লিখে তা পরবর্তী বিচারের জন্য ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। এদিন জামিনে থাকা আল আমিন আদালতে হাজির ছিলেন।
গত বছরের ১ সেপ্টেম্বর আল আমিনের নামে তাঁর স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পরদিন অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তিনি স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। না দেওয়ায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। একদিন আল আমিন তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে জখম করেন। হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন ইসরাত।
মন্তব্য করুন