ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে হিন্দি সিনেমা ‘ফারাজ’ ভারতের  মুক্তি পেয়েছে আজ। হংসল মেহতা পরিচালিত ছবিটি ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

অন্যদিকে একই ঘটনা নিয়ে নির্মিত  মোস্তফা সরয়ার ফারুকীর 'শনিবার বিকেল' আটকে রয়েছে সেন্সরবোর্ডে। এর আগে ছবিটির নির্মাতা ফারাজ এর এক ঘণ্টা আগে হলেও 'শনিবার বিকেল' মুক্তি দেওয়ার কথা বললেও মুক্তি পায়নি ছবিটি। 

অন্যদিকে এর আগে ফারাজ মুক্তির স্থগিতাদেশ চেয়ে  আদালাতে রিট করা হয়। গতকাল দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দিয়ে মুক্তির অনুমতি দেয়। 

'ফারাজ' এ নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।