- বিনোদন
- উলভারহ্যাম্পটনে হোঁচট লিভারপুল
উলভারহ্যাম্পটনে হোঁচট লিভারপুল
-samakal-63df2c7caf214.jpg)
একের পর একে হেরেই যাচ্ছে জার্গেন ক্লপের লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে চতুর্থবারের মত হারলো গত মৌসুমের রানার আপরা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয়ের আশা নিয়ে নেমেছিল তারা। তবে জয় তো দূরের কথা, উলভারহ্যাম্পটনে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই মাতিপের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় লিভারপুল। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উলভসের হয়ে প্রথমবার খেলতে নামা ক্রেগ ডসন। ম্যাচের ৭২ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটা মারেন পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস।
লিভারপুলের বিপক্ষে লিগে আগের ১১ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল তারা। দারুণ জয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার উচ্ছ্বাসে মাতল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
এই হারে লিগ টেবিলে সেরা চারে থাকার পথটা আরও কঠিন হয়ে গেল লিভারপুলের। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জার্গেন ক্লপের দল। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে উলভারহ্যাম্পটন।
মন্তব্য করুন