- বিনোদন
- ইয়াসমিন ধর্ষণের ঘটনা নিয়ে চলচ্চিত্র, চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেন মিম
ইয়াসমিন ধর্ষণের ঘটনা নিয়ে চলচ্চিত্র, চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেন মিম

'পরাণ' ছবিতে অনন্যা আর 'দামাল' ছবিতে হাসনা চরিত্রে অভিনয় করে গেল বছরে দর্শকদের হৃদয়ে সেরা নায়িকার খেতাব জিতেন বিদ্যা সিনহা মিম। আর নতুন বছরের শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছেন এই ঢালিউড নায়িকা। কলকাতার জিতের সঙ্গে 'মানুষ' ছবির শুটিং শুরু করেছেন, করবেন নতুন একটি ওয়েব সিরিজের শুটিংও। এবার দিলেন আরও একটি নতুন ছবির খবর।
মিমের নতুন ছবির নাম ‘আমি ইয়াসমিন বলছি’। ছবিটিতে নামভূমিকায় দেখা যাবে মিমকে। মানে অনন্যা ও হাসনার পর এবার ইয়াসমিন হিসেবে মিমকে দেখবেন দর্শক।
ছবিটি পরিচালনা করবেন সুমন ধর। ১৯৯৫ সালে দিনাজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার সেই ইয়াসমিনের ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ‘আমি ইয়াসমিন বলছি’। মিম জানালেন কলকাতা যাওয়ার আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ইয়াসমিনের মতো আলোচিত চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘পরাণ ও দামাল মুক্তির পর চলচ্চিত্রে আমার নতুন জন্ম হয়েছে। এর মধ্যে অনেক চিত্রনাট্য হাতে এসেছে। ভেবেছি, বহু বছর পর দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা ধরে রাখতে হবে। যেসব চিত্রনাট্য এসেছে, তার মধ্যে গল্প খুঁজেছি, চরিত্র খুঁজেছি, চ্যালেঞ্জ খুঁজেছি। তাই গণহারে কাজ হাতে নিইনি। এই চিত্রনাট্য পড়তে বসে কেঁদে ফেলেছি। চিত্রনাট্য পড়ে যদি অভিনেতা কেঁদে ফেলেন, আমি নিশ্চিত সেই সিনেমা দেখে দর্শকও কাঁদবেন।’
মন্তব্য করুন