- বিনোদন
- '১০ নম্বর কেকটা কাটলাম, ফোন রিসিভ করেছি শতাধিক'
'১০ নম্বর কেকটা কাটলাম, ফোন রিসিভ করেছি শতাধিক'

মনিরা মিঠু
টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মনিরা মিঠু। মাসের ৩০ দিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। জনপ্রিয় অভিনেত্রী হলেও বাস্তবে সাদাসিধে জীবন-যাপন তার। কারও আড়ালে-আবডালে কথা নেই, মুখে যা আসে, তেতো হলেও তা বলতে দ্বিধা করেন না। নানা কারণে সহকর্মীরা তাকে ভালোবাসেন। ভালোবাসেন দর্শকরাও। এ ভালোবাসার প্রমাণ জন্মদিনে বিশেষভাবে আঁচ করলেন তিনি। বিশেষ দিনটিতে কয়েক শ' ফোন রিসিভ করতে হয়েছে তাকে। জন্মদিনে শুভেচ্ছা জানাতেই তাকে ফোন করেছেন কাছের ও দূরের মানুষেরা।
বিশেষ এ দিনটিতেও শুটিং করছেন মনিরা মিঠু। জাহিদ প্রীতম পারিচালিত একটি নাটকের শুটিং করছিলেন মিরপুরে। ফোন করলে নাটকটির সেট থেকেই অভিনেত্রী জানালেন, 'রাত থেকেই কেক টাকা শুরু হয়েছে। বিকেলের মধ্যে ৯টা কেক কাটা শেষ। এখন ১০ নম্বর কেকটা কাটলাম।'
এতো ফোন, এতো কেক কাটায় কি বিরক্ত হচ্ছেন? ফোনের ওপাশ থেকে অভিনেত্রী উত্তর, না না। বিরক্ত হব কেনো। এমন ভালোবাসার জন্যই তো কাজ করা। একজন অভিনেত্রীর কাজের স্বার্থকতা তো এটাই। সবার ভালোবাসা না পেলে কাজ করে কি লাভ?
দিনটিতে ভক্তরদেরও কেউ ফোন করছেন, কেউ ফেসবুকে ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্তদের এমন ভালোবাসা প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘ভক্ত হচ্ছে আশির্বাদ, ভক্তরা আমার কাছে দেবতা। ভক্তরা যতদিন চাইবে তত দিনই... আপনারা যতদিন চাইবেন... ততদিনই আমি স্ক্রিনে থাকব। ভক্তরা যেদিন থাকবে না, আমি আর কাজ করব না।’
হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিভিশন নাটক ‘অস্পতি বায়োস্কোপ’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। প্রথমে খুব একটা আলোচনা না থাকলেও মনিরা মিঠু এখন নির্মাতার ভরসার পাত্রী।
অভিনেত্রীর দাবি, অভিনয় শিল্পীর বাইরে অত্যন্ত সাধারণ একজন মানুষ তিনি। জটিলতা পছন্দ করেন না। বাসায় গল্প-উপন্যাস ( দুই সন্তান) ছেলের বউ নিয়ে বেশ সুখের জীবন তার।
মন্তব্য করুন