- বিনোদন
- ম্যানসিটির একাধিক আর্থিক ‘অনিয়ম’, বড় শাস্তির সম্ভাবনা
ম্যানসিটির একাধিক আর্থিক ‘অনিয়ম’, বড় শাস্তির সম্ভাবনা

ছবি: ফাইল
ম্যানচেস্টার সিটি গত ১২ মৌসুমের মধ্যে ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে। ইংলিশ লিগে দুর্দান্ত ওই পারফরম্যান্সের পেছনে আছে অঢেল অর্থ ঢালার গল্প। গত ১৪ বছরে ম্যানসিটি বড় বড় চুক্তি সম্পন্ন করেছে। সার্জিও আগুয়েরো, ওটামেন্ডি, লিরয় সানে থেকে হালের জ্যাক গ্রেলিস, আর্লিং হ্যালন্ড তার অন্যতম।
তাদের দলে ভেড়াতে ফেয়ার ফাইন্যান্স রুল বা আর্থিক অনিয়ম করেছে ম্যানচেস্টার সিটি। এক দুটি নয় অনেকগুলো অনিয়মের অভিযোগ আনা হয়েছে ক্লাবটির বিরুদ্ধে। গত চার বছর ধরে তদন্ত করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ওই অনিয়মের অভিযোগ এনেছে।
আর্থিক অনিয়ম করায় আরব আমিরাতের রাজনীতিবিদ ও ম্যানসিটির মালিক শেখ মনজুর বিন জায়েদের ক্লাবকে বড় শাস্তির আওতায় আনা হতে পারে। ব্রিটিশ বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, তাদের প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। যেমনটা হয়েছে সিরি আ’র জায়ান্ট ক্লাব জুভেন্টাসের সঙ্গে।
দলবদলের বাজারে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। অর্থাৎ ফুটবলার বিক্রি করতে পারবে ম্যানসিটি কিন্তু কিনতে পারবে না; এমন কিছু। ম্যানসিটির আর্থিক অনিয়মের বিষয়ে এক বিবৃতি দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। জানিয়েছে যে, প্রিমিয়ার লিগ কর্তৃক নিয়োজিত স্বাধীন বিচারক প্যানেল শাস্তির বিষয়টি চূড়ান্ত করবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগের ধারা ৮২.১ অনুযায়ী, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে, ম্যানসিটির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনে তা ৩.৪ বিধি মোতাবেক পরবর্তী বিচার প্রক্রিয়ার জন্য প্রেরণ করা হয়েছে।’
বিচারক প্যানেলে বিষয়ে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগ ও এর সদস্য ক্লাবগুলোর জন্য স্বাধীন কমিশন গঠন করা হবে। লিগের ১৯, ২০ ও ২৬ নম্বর বিধি অনুযায়ী, প্রিমিয়ার লিগের বিচারিক প্যানেল স্বাধীন ওই কমিশন নিয়োগ করবেন। লিগের ৮২ নম্বর বিধি মোতাবেক শুনানি কার্যক্রম গোপন ও ব্যক্তিগত পর্যায়ে অনুষ্ঠিত হবে। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত ৮২.১ বিধি অনুযায়ী, প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তী নির্দেশনা না দিয়ে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোন মন্তব্য করবে না।’
চলতি মৌসুমেও ম্যানসিটি ভালো ফুটবল খেলছে। প্রিমিয়ার লিগের টেবিলে দুইয়ে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার বড় দাবিদার। এফএ কাপ জয়ের লড়াইয়েও আছে পেপ গার্দিওয়ালার দল। ফুটবলের আর্থিক বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন শাস্তি আসতে পারে যা- ম্যানসিটির প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা এফএ কাপ জয়ের আশা শেষ করে দিতে পারে।
মন্তব্য করুন