- বিনোদন
- কারও পাল্টাপাল্টি নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে আ'লীগ: কাদের
কারও পাল্টাপাল্টি নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে আ'লীগ: কাদের

ছবি- সমকাল
আজ মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে 'নিরাপদ সড়ক চাই' রোড শোতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে।
আগামী শনিবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগও মাঠে থাকার কর্মসূচি দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে উস্কানি আখ্যা দিয়ে একই দিনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, বিভাগ, জেলা-উপজেলা, মহানগর-থানা, ইউনিয়ন- প্রয়োজনে ওয়ার্ডেও কর্মসূচি থাকবে। নির্বাচন পর্যন্ত সারাদেশে কর্মসূচি থাকবে। এখানে কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়, এটা আওয়ামী লীগের কর্মসূচিরই অংশ।
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০১৩-১৪ সালে আগুন-সন্ত্রাস, রাস্তার পাশে গাছ কাটা, রেলস্টেশন, বিদ্যুৎ স্টেশন, সরকারি অফিস পুড়িয়ে দেওয়া দেখেছি। নাশকতা থেকে জানমাল রক্ষা করা আওয়ামী লীগের দায়িত্ব।
মন্তব্য করুন