- বিনোদন
- কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের খবরে যা বললেন প্রাক্তন প্রেমিকা আলিয়া
কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের খবরে যা বললেন প্রাক্তন প্রেমিকা আলিয়া

রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। নববিবাহিত এই দম্পতি মঙ্গলবার রাতেই বিয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা 'আব হামারি পার্মানেন্ট বুকিং হো গ্যয়ি হ্যায়।'
ওই ছবিতে শুভেচ্ছা জানাতে থাকেন বলিউড তারকারা। বাদ যাননি সিদ্ধার্থের সাবেক প্রেমিকা আলিয়া ভাটাও। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে আলিয়া লিখেন, ‘দুজনকেই অনেক শুভেচ্ছা।' সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।
স্বামীর প্রাক্তন হলেও আলিয়াকে বেশ পছন্দ কিয়ারার। বিয়েতে আলিয়াকে সঙ্গে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ‘কফি উইথ করণ’-এ এসে। তবে তা সম্ভব হয়ে ওঠেনি। শুধু আলিয়া নন, নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সামান্থা রুথ প্রভুসহ অনেকে।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ অভিষেক হয় আলিয়া-সিদ্ধার্থের। আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের ক্যারিয়ারেরও বহু স্মৃতি। দীর্ঘ সময় সম্পর্কেও ছিলেন তারা। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণও বদলে গেছে। আলিয়া এখন রণবীরের কাপুরের স্ত্রী।
মন্তব্য করুন