আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হবে প্রাচ্যনাটের নতুন নাটক 'আগুনযাত্রা'।

ভারতের নাট্যকার মহেশ দত্তানির লেখা 'সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার' থেকে এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকের চরিত্র উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ।

গবেষণা করতে গিয়ে তিনি কমলার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান, যাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি জেল খাটছেন।

উমা আরও কিছু সূত্র খুঁজে তৃতীয় লিঙ্গের মানুষদের ডেরায় প্রবেশ করেন। ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগৎ আবিষ্কার করেন। সেইসঙ্গে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উন্মোচিত হয়।

এতে অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন, শাহেদ আলী, চেতনা রহমান ভাষা, শারমিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনায় সাইফুল ইসলাম, সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ, কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন।