- বিনোদন
- শাকিরার লাগাতার পার্টিতে বিরক্ত হয়ে বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা!
শাকিরার লাগাতার পার্টিতে বিরক্ত হয়ে বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা!

বিচ্ছেদের পর পিকে তার বার্সেলোনার বাড়ি ছেড়ে এলেও, এখনো সেখানে বসবাস করছেন পপ গায়িকা শাকিরা। এই বাড়ির ঠিক পাশের বাড়িতেই থাকেন পিকের বাবা-মা। বিচ্ছেদের পর পিকের মা-বাবার দিকে একাধিকবার অভিযোগের আঙুল তুলেছেন শাকিরা। এমনকি সাম্প্রতিক সময়ে তাদেরকে নানাভাবে তিনি 'বিরক্ত' করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন।
কিছুদিন আগে জানা গিয়েছিল পিকের মা-বাবার বাড়ির দিকে মুখ করে রহস্যময় কালো ম্যানিকিন বসিয়েছেন শাকিরা। এছাড়া তিনি জোরে জোরে গানও ছেড়ে রাখেন বলে অভিযোগ পিকের মা-বাবার।
সোশ্যালাইট এর বরাতে মার্কার খবর, শাকিরা তার বাড়িতে প্রতিনিয়ত এত বেশি পার্টি করছেন যে পিকের মা-বাবা বিরক্ত হয়ে তাদের বার্সেলোনার বাড়ি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন!
এক ভিডিওতে দেখা গেছে, শাকিরা তার বাড়ির মধ্যে জমিয়ে পার্টি করছেন বন্ধুবান্ধব নিয়ে। বাড়ির সামনেও ভক্তদের ভিড় জমেছে এবং গায়িকা নিজে ব্যালকনিতে এসে তাদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মেলাচ্ছেন। শুধু গানই নয়, বাড়িতে আতশবাজিও ফাটানো হচ্ছে বলে খবর গণমাধ্যমের।
এমন পরিস্থিতিতে যারপরনাই বিরক্ত পিকের মা-বাবা। ধারণা করা হচ্ছে, শাকিরার এসব কর্মকাণ্ডের ফলে তারা নতুন বাড়িতে ওঠার কথা ভাবছেন।
যদিও শাকিরার মায়ামিতে চলে যাওয়ার কথা ছিল এবং পিকের বার্সেলোনায় থেকে যাওয়ার কথা। কিন্তু শাকিরার বাবার শারীরিক অসুস্থতার কারণে তাকে এখনও স্পেনে থাকতে হচ্ছে।
মন্তব্য করুন