- বিনোদন
- ফ্যাশন আইকন টেইলর সুইফট
ফ্যাশন আইকন টেইলর সুইফট

বিশ্বসংগীতে জনপ্রিয় নাম টেইলর সুইফট। ২০০৬ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি সংগীত জগতে পা রাখেন। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দুই হাতভরে পেয়েছেন বড় সব পুরস্কার-স্বীকৃতি। সম্প্রতি ১২তম গ্র্যামি পুরস্কার জিতলেন তিনি। সংগীতে এমন সফলতার পাশাপাশি ফ্যাশনেও ছাড়িয়ে গেছেন সবাইকে। নিজের স্বর্ণকেশী কোঁকড়া চুল, কাউবয় বুটস এবং শর্ট ড্রেসে মাতিয়ে রেখেছেন ভক্তদের। ছাঁট জামার বদলে পরিশীলিত ও নান্দনিক পোশাকে ঝুঁকেছেন সুইফট। তাঁর সফলতার পেছনে রয়েছে সুরের মূর্ছনা, পপ গানের সঙ্গে মিল রেখে লাল লিপস্টিক এবং ভালো ফ্যাশন সেন্স।
'এ' আকৃতির পোশাক : 'এ' আকৃতির পোশাক টেইলর সুইফটের খুবই প্রিয়। এই পোশাক ওপরের দিকে কিছুটা সরু হয়। কোমরের নিচ থেকে ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে। যার ফলে যে কোনো আকৃতির শরীরে সুন্দরভাবে মানিয়ে যায়। পার্টি, বিয়ে কিংবা বাইরে ঘুরতে এই ধরনের পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়।
কাটআউট পোশাক :রেড কার্পেটে টেইলর সুইফটের পোশাকগুলোর একটি বৈশিষ্ট্য হলো, এই ধরনের পোশাকে বিভিন্ন ধরনের দৃশ্যমান কাটছাঁট থাকে। মূল পোশাকে কাঁচি বসিয়ে নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে পছন্দ টেইলরের। এতে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আরও আবেদনময়ী হিসেবে তুলে ধরা যায়।
কলারযুক্ত জামা :ক্যাজুয়াল ও রেট্রো লুকে সিদ্ধহস্ত সুইফট। প্রায়ই তাঁকে কলারযুক্ত শার্ট, হিল ও ফ্রেম ব্যাগে দেখা মেলে। এ ছাড়া কলারযুক্ত জামার সঙ্গে কিটেন হিলস, উজ্জ্বল রঙের টোট ব্যাগ ও লাল লিপস্টিক পরেন তিনি।
উঁচু কোমরের পোশাক :কোমরের একটু ওপরের দিকে বিভিন্ন ধরনের স্কার্ট এবং শর্টস পরতে পছন্দ করেন টেইলর সুইফট। এই ধরনের পোশাকে ভিনটেজ ও রেট্রো ধাঁচের খানিক আঁচ পাওয়া যায়। এতে পদযুগল বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এসব পোশাক কলারযুক্ত শার্ট, ক্রপ বা টাক করা টপসের সঙ্গে পরা হয়।
ভিনটেজ স্টাইল :টেইলর সুইফট ভিনটেজ স্টাইলের হ্যান্ডব্যাগ ব্যবহার করেন। এটি তাঁর ফ্যাশনের অন্যতম মূল অনুষঙ্গ। মূলত টোট ব্যাগেই তাঁকে বেশি দেখা যায়। এই ব্যাগগুলো বহুমুখী ও ক্ল্যাসিক ভিনটেজ ভাব ধরে রাখে।
গহনা :ফোটার মতো দেখতে স্বর্ণের দুল বা রুপার ছোট ছোট দুলসহ বিভিন্ন ধরনের গহনা পরেন টেইলর। এ ছাড়া বেশ কয়েক ধরনের নেকলেস পরতে দেখা যায়। তবে নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে টেইলর সুইফট বিভিন্ন সময়ে নানা ধরনের গহনায় মোহিত হয়েছেন।
ফ্যাশনের বিষয়ে বেশ সচেতন টেইলর। এ জন্য তিনি বেশ কিছু নিয়ম অনুসরণ করেন। জামা-কাপড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে খুব পছন্দ করেন। তাঁর মতে, ফ্যাশন হলো এক ধরনের মজাদার পরীক্ষা। চটকদার ভিনটেজ রেট্রো লুকের জন্য, স্টকিং, হাঁটু-উঁচু মোজা এবং গহনা ব্যবহার করেন। শরীরকে আকর্ষণীয় দেখাতে হালকা ধরনের পোশাক পরেন। প্যাটার্ন এবং প্রিন্টের জামা নিয়ে পরীক্ষা চালান। সঠিক দৈর্ঘ্যের উচ্চ কোমরযুক্ত শর্টস পরেন। ভিন্ন রঙের জুতা ও ব্যাগে সমন্বয় থাকে। ম্যাচ করে বিভিন্ন অনুষঙ্গ পরেন।
সূত্র :লিভিং ম্যাগাজিন ও ইনস্টাইল
মন্তব্য করুন