চুয়াডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত পদযাত্রায় অসুস্থ হয়ে মারা গেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। তিনি ডাউকি ইউনিয়নের বিনেতপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে, আলমডঙ্গা উপজেলা বিএনপি সভাপতি ও ডাউকি ইউপির সাবেক চেয়ারম্যান। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহব্বুর রহমান। 

শনিবার বিকেল সাড়ে চারটায় চাল, ডাল, আটা ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপির আহ্বানে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আসিফা আশরাফী পাপিয়া। এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দলীয় প্রোগ্রামে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে নেতকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।