অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মো. মহিবউল্যাহ তামিমের রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘নিগুঢ়ের বার্তা’। বইটি পাওয়া যাচ্ছে ছিন্নপত্র প্রকাশনের ১৪৯ নং স্টলে। মুদ্রিত মূল্য ১৫০ টাকা।

২১শে ফেব্রুয়ারি বিকেলে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ। কবি মহিবউল্যাহ তামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী। 

কবি বলেন, এই বইয়ে প্রেম-বিরহ, দেশপ্রেম, মা-মাটি ও বঙ্গবন্ধুর আদর্শসহ নানা বিষয় স্থান পেয়েছে। বইটি পাঠকের মনে দেশকে ভালোবাসার অনুভূতি জাগ্রত করবে বলে আমার বিশ্বাস।