'ক্যাসিনো' সাঈদকে গ্রেপ্তার, বিদ্যুৎ বিভাগের সঙ্গে আদানি গ্রুপের 'অস্বচ্ছ ও বৈষম্যমূলক চুক্তি' বাতিলসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি। বুধবার সিলেট নগরীতে অনুষ্ঠিত জরুরি সভায় এ দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত মানিলন্ডারিং মামলার অন্যতম নায়ক কাউন্সিলর মুমিনুল হক সাঈদ পাসপোর্ট ছাড়া দেশে ফিরে বহাল তবিয়তে বাসায় অবস্থান করছেন এবং হকি ফেডারেশনে পুনর্বহাল হয়েছেন। এছাড়া ভারতে শেয়ার ও হিসাব জালিয়াতির দায়ে অভিযুক্ত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ বৈষম্যমূলক অস্বচ্ছ চুক্তি করেছে। 

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

বিষয় : 'ক্যাসিনো' সাঈদ আদানির সঙ্গে চুক্তি দুর্নীতি মুক্তকরণ ফোরাম

মন্তব্য করুন