তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী এবার যোগ দিয়েছেন বসুন্ধরা টিস্যুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে।

বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চঞ্চল চৌধুরীর সঙ্গে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের ইনচার্জ মোহসিনুল করিম, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বসুন্ধরা পেপার মিলসের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।