অসুস্থ মাকে দেখতে যেতে চেয়েছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বৃহস্পতিবার  রাতে মা মেহেরুননিসাকে দেখতে গেলে নওয়াজউদ্দিনকে তার মুম্বাইয়ের বাংলোতে ঢুকতে দেয়নি তার ভাই ফয়জুউদ্দিন সিদ্দিকী।

ইন্ডিয়া টুডে জানায়, গতকাল রাতে মুম্বাইয়ের ভারসোভার বাংলোতে অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। কিন্তু তার ভাই ফয়জুদ্দিন তাকে বাড়িতে প্রবেশ করতে দেননি। এমনকী মায়ের তত্ত্বাবধায়ক নওয়াজউদ্দিনকে ঢুকতে বাধা দেয়। নওয়াজউদ্দিনের মায়ের শারীরিক অবস্থা ভালো নেই। তিনি কারো সঙ্গে দেখাও করতে চান না। পরে ফিরে যান এই অভিনেতা।

নওজউদ্দিনের আরেক ভাই শামস নবাব সিদ্দিকী বলেন—‘আমি জানি নওয়াজ দারুণ একজন অভিনেতা। নওয়াজ আমাদের জন্য অনেক করেছে। সম্পত্তি কিনেছেন। কিন্তু মানুষ হিসেবে মোটেও ভালো নয় নওয়াজ। প্রতিষ্ঠিত হওয়ার পর অনেককেই ত্যাগ করেছে। আলিয়া আর আমি তার অন্যতম উদাহরণ। ২০১০ সালের পর নওয়াজের মাঝে এই পরিবর্তন হয়।’